বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা প্রসাশনের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩ টায় জাতীয় ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস ও ১৭ ই মার্চ উদযাপন উপলক্ষ্যে পৃথক পৃথক এক প্রস্তূতি মূলক সভা স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান,ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, থানার ওসি মোঃ রবিউল কবীর, অধ্যক্ষ অমিতেষ দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র,খাদ্য করমকর্তা মোঃ জাকির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়,খাদ্যগুদাম কর্মকর্তা অসীম কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে শেখ আফজাল হোসেন ও বিনয় কৃষ্ণ সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, ইসমাইল হোসেন বাবু, আব্দুল হাদী সরদার , বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় , প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, অন্নদা শংকর রায়,পংকোজ বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান ময়না, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল প্রমূখ ।