ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক

প্রকাশঃ ২০১৯-০৩-০৮ - ২০:৩০

ঢাকা অফিস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে; তার রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে এবংকোনো রকম কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র কাজ করছে। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুর-এ চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে। কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামি’কে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এসব তথ্য জানান।

ডা. রিজভী জানান, আগের দিনের তুলনায় ওবায়দুল কাদের আজ আরও ভাল আছেন এবং দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এছাড়া কোন ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া কাদেরের হৃদযন্ত্র কাজ করছে বলেও জানান তিনি। কাদেরের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসির দোয়া কামনা করেন ডা. রিজভী।

প্রসঙ্গত গেল রবিবার ভোরে, হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বিএসএমএমইউ-এর কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয় ওবায়দুল কাদেরকে।