ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা (৭০) মঙ্গলবার বিকাল ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না—-রাজেউন)। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। পারিবারিক সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে হার্ট, কিডনী ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে দামোদর গ্রামস্থ বাস ভবনে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে দ্রæত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু ঘটে। এদিকে ওয়ার্কার্স পার্টির নেতা কম. আনছার আলী মোল্যার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার বিদেহি আত্মার প্রতি শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা। অনুরুপ বিবৃতি দিয়েছেন ওয়ার্কার্স পার্টি ফুলতলা শাখার সভাপতি মাষ্টার সন্দিপন কুমার রায়, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলু, প্রভাষক গৌতম কুন্ডু, রেজোয়ান রাজা, জাহাঙ্গীর আলম, কম. আব্দুল হামিদ মোড়ল, সরদার আঃ রহমান, যুব মৈত্রী নেতা মঈন উদ্দিন ময়না, সৈকত সরদার প্রমুখ।