কচুয়ায় ওয়ার্ল্ড ভিশনের গাভী বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশঃ ২০২৩-০২-১৪ - ১৪:২৩

কচুয়া প্রতিনিধি : কচুয়া ওয়ার্ল্ড ভিশন এপির আর সিপি শিশু পরিবারে মাঝে গরু (গাভী) বিতরণে অনিয়ম ও দুর্নীতির আভিযোগ পাওয়া গেছে। উপজেলার মালিপাটন উত্তর গোপালপুর বাধাল ও মালিপাটন গ্রামের নিপর্না গোলদার, অশোক মিস্ত্রী,অঞ্জন ব্যানার্জী, রেশমা বেগম ও রতন জানান, ওয়ার্ল্ড ভিশন কচুয়ার কর্তৃপক্ষ নিয়ম নীতির তোয়াক্কা নাকরে ব্যক্তি সিদ্ধান্তের উপর ভিত্তি করে অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে গরু (গাভী) বিতরণ করছে। যারা অসহায় গরিব পাওয়ার যোগ্য তাদের না দিয়ে ব্যক্তি বিশেষ ও যারা পূর্বে বিভিন্ন অনুদান পেয়েছে তাদেরকে দেওয়ার জন্য তালিকা ভুক্ত করেছে আবার অনেককে দিয়েছে। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনে জানান, যাদের বাড়ি ঘর পাকা, মাঠে ধানি জমি, মাছের ঘের, বড় ব্যবসা আছে এমন অনেকে পরিবারকে গাভী, ভ্যান গাড়ি, পানির ট্যাংকি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। এছাড়া হতদরিদ্রদের স্বাবলম্বী করা জন্য সুযোগ সুবিধা পাওয়ার কথা থাকলেও তারা পায় না বলে অভিযোগ রয়েছে। গ্রাম উন্নয়ন কমটির সদস্যরা তাদের পছন্দ মতো পরিবারের লোকদের নির্বাচন করে তালিকা তৈরি করে যাচাই বাচাই ছাড়া বিতরণ করা হয়।

কচুয়া ওয়ার্ল্ড ভিশনের মালিপাটন গ্রাম উন্নয়ন কমিটির সদস্য বিজন মৃধা জানান, আমরা রঞ্জনা মজুমদার কে একটি গাভি দেওয়ার জন্য নামের তালিকা করে পাঠিয়েছি। এর পর জানতে পারি সে আগে একটি ভ্যান পেয়েছে। একজনে দুটি সুবিধা পাবে না। কচুয়া ওয়ার্ল্ড ভিশন (এ.পি) ম্যানেজার তপন কুমার বিশ্বাস বলেন,আমার উদ্ধর্তন কর্তৃপক্ষের একটি টিম বিষয়টি তদন্ত করছে। এব্যাপরে আমার বলার কিছু নেই। ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্প এন্ড জোন-২ এর পিপল এন্ড বিজনেস কালসার অফিসার সজিব সমাদ্দার বলেন, আমাদের কাছে এক ব্যক্তি একটি অভিযোগ নিয়ে আসছিল অভিযোগটির কপি রেখে আমি আমার যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিয়েছি। আমাদের ঢাকার একটি টিম তদন্ত করেছে। এছাড়া আমি কিছু বলতে পারছিনা।এব্যাপারে আমাদের কচুয়া শাখার ম্যানেজার বলতে পারবেন।