কচুয়া : কচুয়ায় পাওনা টাকা চাওয়ায় শ্রমিকলীগ নেতাকে মারধর করেছে দুবৃত্তরা মঘিয়া ইউনিয়নের সন্মানকাঠি গ্রামের ইব্রাহিম দরানী’র ছেলে মো: কামরুল ইসলাম দরানী (৪৪) কে অতর্কিত এ হামলা করে দুবৃত্তরা। মো: কামরুল ইসলাম দরানী জানান, তিন বছর আগে ছত্তার আলীর পুত্র তরিকুল ইসলাম খান(৩৫) কে ২৯০০০ টাকা ধার বাবদ দেই। আজ দিব কাল দিব এমন করেও আমার টাকা ফেরত না দেওয়ায় আমি মঙ্গলবার বিকাল তার কাছে টাকা চাইলে সে ও তার ভাইপো সোহান খান পিতা জাফর আলী খান অমাকে গালিগালাজ ও কিল ঘুষি মারে। আমার চিৎকার সুনতে পেয়ে এলাকা বাসী আমাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথে তারা আমাকে আবারও হামলা করে। আমি এর সুষ্ঠ বিচার চাই। এব্যাপারে কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি এবং আইগত ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।