তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জলবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় তালা উপজেলার কপোতাক্ষ অববাহিকায় টিআরএম চালু রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) সকালে তালা উপজেলা পানি কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে ও পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা সদর ইউনেয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধার আলাউদ্দিন জোয়ার্দার, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস, প্রভাষক মোঃ রেজাউল করিম, পানি কমিটির নেতা সরদার ইমান আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ, আমরা বন্ধু যুব সংগঠনের সভাপতি এস এম নাহিদ হাসান প্রমুখ।
মানবন্ধনে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমরাবন্ধু যুব ফাউন্ডেশন, পাঠক ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবরা স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পটির প্রথম পর্যায়ের’ কার্যক্রম ২০১৭ সালের জুন মাসে সমাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এ প্রকল্প বাস্তবায়ন দ্বারা বিশেষ করে তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়িত হওয়ার কারণে বিশাল কপোতাক্ষ অববাহিকার প্রায় ২০ লক্ষ অধিবাসী সরাসরি উপকৃত হয়েছে। এ ধারা অব্যহত ও জীবন-জীবিকা এখন নিরাপদ রাখতে পুনরায় টিআরএম চালুর দাবি জানান।