ইউনিক ডেস্ক : ১৯৯৯ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরন করেন সুফিয়া কামাল। তার জন্ম ১৯১১ সালের ২০ জুন, বরিশালের শায়েস্তাবাদে। মাত্র সাত বছর বয়সে তিনি বাবাকে হারান। নিজচেষ্টায় মায়ের স্নেহ ও পরিচর্যায় তিনি স্বশিক্ষিত ও সুশিক্ষিত হয়ে উঠেন। তার জীবনে বেগম রোকেয়ার দারুন প্রভাব ছিল। ১২ বছর বয়সে কলকাতার আইনের ছাত্র খালাতো ভাই, সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে ১৯২৩ সালে তার বিয়ে হয়। ১৪ বছর বয়সে বরিশালের তরুণ’ পত্রিকায় তার প্রথম গল্প সৈনিক বধূ প্রকাশিত হয়। ১৯২৬ সালে সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা ‘বাসন্তী”। ১৯২৮ সালে বাঙালি মুসলমান মেয়েদের মধ্যে তিনিই প্রথম উড়োজাহাজে চেপে ভ্রমণ করেন। ১৯৩২ সালে ঘটে স্বামীর অকাল মৃত্যু। সাহিত্য সাধনা ও স্বকীয়তা বজায় রাখার তাগিদে তিনি নয় বছর (১৯৩৩-১৯৪১) কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন। ১প/১ক১৯৩৯ সালে কামালউদ্দিন আহমদ-এর সঙ্গে পুনরায় তার বিয়ে হয়। সেই থেকে তার নাম সুফিয়া কামাল। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হলে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসেন। এ সময় তিনি সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তার ভূমিকা ছিল সপ্রিয়।