কমরেড মানিক সাহার হত্যাবার্ষিকী পালন  

প্রকাশঃ ২০২৩-০১-১৬ - ১৩:০৮

বিজ্ঞপ্তি : সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক কমরেড মানিক সাহার ১৯তম হত্যাবার্ষিকী রোববার বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাবের সাংবাদিক স্মৃতিস্তম্ভের পাদদেশে সিপিবির জেলা ও মহানগরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শুরুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মানিক সাহার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পার্টির জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমরেড এস এ রশীদ, কমরেড এড. নিত্যানন্দ ঢালী, কমরেড এড. এম এম রুহুল আমিন, কমরেড প্রকৌশলী সুখেন রায়, কমরেড এড. চিত্ত রঞ্জন গোলদার, কমরেড অরুণা চৌধুরী, বীর মুুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড ফজলুল হক, কমরেড নীরজ রায়, কমরেড সোহরাব হোসেন, কমরেড ফরহাদ হোসেন মিটন, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড এড. সুব্রত কুণ্ডু, কমরেড পলাশ দাস, এইচ এম শাহাদাৎ, রঙ্গলাল মৃধা, ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মিঠুন মণ্ডল, এড. খান আজরফ হোসেন মামুন, সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, হাবিবুল্লাহ সবুজ, শান্ত ঘোষ, হুজাইফা আল আমিন, শাইমা আলী, প্রীতম সরদার, অচির্ষ্মান দেবনাথ, লতা মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, কমরেড মানিক সাহার ১৯তম হত্যাবার্ষিকী পালন করছি, কিন্তু পরিতাপের বিষয় আজও হত্যার প্রকৃত আসামী গ্রেফতার হয়নি এবং বিচারও হয়নি। বামপন্থীরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়না আবার তাদের উপর হত্যা-জুলুম-নির্যাতনকারীকে ছেড়ে দেয়না। আমরা যতদিন পর্যন্ত মানিক সাহার হত্যার সঠিক বিচার না পাবো ততদিন পর্যন্ত বিচারের জন্য আন্দোলন সংগ্রাম করে যাবো।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা ও মহানগর সংসদের পক্ষ থেকে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর পার্টিসহ বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা শপথ পাঠ করেন।