সি পি বির কেন্দ্রীয় সংগঠক কমরেড শেখ আতিয়ার রহমান এর সপ্তম ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ সি পি বির কেন্দ্রীয় সংগঠক, খুলনা জেলা সম্পাদক মন্ডলির সদস্য প্রখ্যাত বাম রাজনীতিবীদ কমরেড শেখ আতিয়ার রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে । বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা কমিটির উদ্যেগে গতকাল সকাল ৯ টায় কেবল ঘাট বাজার থেকে একটি শোক র্যালী বের হয় র্যালীটি মরহুমের কবর জিয়ারত করে বিভিন্ন এলাকা ঘুরে মরহুমের নিজস্ব বাসভবনে( মহেশ^রপুরে) তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক স্মরনসভা সভা অনুষ্ঠিত হয়। শেখ মতিয়ার রহমান এর সভাপতিত্বে ও শেখ শহিদুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমরেড এস এ রসিদ। বিশিষ্ট শ্রমিক নেতা, মোঃ গোলাম রসুল। কমরেড বাবু মন্মথ বিশ্বাস। কমরেড গাজী আফজাল হোসেন।বাবু মৃনাল। শ্রমিক নেতা, শেখ আমজাদ হোসেন। আওয়ামী লীগ নেতা, শেখ আনছার আলী।আবদুল ওহাব। শেখ আ, গফফার।সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ।