কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২০২৪-০৯-৩০ - ১৪:২২

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপ্রচার চালিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত সবের্শ্বর বর্মনের পুত্র হরষিত বর্মন। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে একই যে সকল তখ্য প্রদান করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। কোন সংবাদ সম্মেলন না করেও সংবাদ সম্মেলনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে । প্রকৃত ঘটনাটি হলো যে, আমাদের প্রতিপক্ষদের সাথে জায়গা জমি নিয়ে দির্ঘদিন বিরোধ চলে। সেই সুযোগ কাজে লাগিয়ে ঐ মহলটি ফায়দা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, একই এলাকার অমুল্য বর্মনের পুত্র সুশান্ত বর্মনের সাথে জায়গা জমি ও মৎস্যঘের সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। তারই রেশ ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে বিভিন্ন ভাবে হয়রানী করছে । সে ইতিপুর্বে আওয়ামীলীগ সরকারের আমলে তাদের লোকের মাধ্যমে আমাদেরকে নানাভাবে হয়রানী করে। এমনকি প্রভাব বিস্তার করে প্রশাসন দিয়ে আমাদেরকে ব্যাপক ক্ষতি সাধন করেছে সে। সুশান্ত বর্মন জামায়াত বিএনপির লোকদের বিরুদ্ধে বিগত দিনে মিথ্যা মামলা সহ পুলিশ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করে। যা তদন্তকালে মিথ্যা প্রমানিত হয়। এত কিছুর পরেও এখন আমাকে সহ এলাকার অনেক নিরিহ মানুষকে হয়রানী করছে। ঐ জায়গা জমি ও মৎস্যঘের নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট সে বিগত দিনে একাধিকবার অভিযোগ দায়ের করলে সেখানে শালিশ বৈঠকে আমাদের পক্ষে রায় প্রদান করেন। পুলিশ প্রশাসনও আমাদের পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সে এলাকার অসংখ্য নিরিহ লোকদের নানাভাবে হয়রানী করে থাকে । সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তপুর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবি জানানো হয়েছে।