এক টুইট বার্তায় ডরিস জানান, তার সঙ্গে থাকা ৮৪ বছর বয়সী মাকে নিয়েই বেশি চিন্তিত তিনি। যুক্তরাজ্যে এরইমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৩৮২জন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত এমন গুঞ্জন শুরুর পর নিজের সুস্থতার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, তার শরীরে করোনার কোন লক্ষণ নেই তাই পরীক্ষারও দরকার নেই।
অন্যদিকে, মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া ইতালির নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রিয়া। ইতালিতে নতুন করে ১৬৮ জনের মৃত্যু হয়েছে।
তুরস্কে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ১১৯টি দেশে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ১৯ হাজার। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ২৭০ জনের।