অধিকাংশ মানুষের দেহে এর অ্যান্টিবডি গড়ে না উঠা পর্যন্ত বা কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণও সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ গবেষণা ও নীতি পরামর্শ কেন্দ্রের বিজ্ঞানীরা এক প্রতিবেদনে এমনটাই আভাস দিয়েছেন। তাদের আশঙ্কা এখন ধীরে ধীরে লকডাউন শিথিল করছে অনেক দেশ। এর ফলে করোনার সংক্রমণ আবারও ফিরে আসতে পারে।
এভাবে ২০২২ সাল পর্যন্ত বিশ্বব্যাপী একের পর এক করোনা সংক্রমণের ঢেউ দেখা দিতে পারে। এজন্য সাধারণ মানুষকে সচেতন করতে সরকারগুলোর দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয় প্রতিবেদনে।