করোনায় আরো ১০ জনের মৃত্যু : নতুন শনাক্ত ৩৪১

প্রকাশঃ ২০২০-০৪-১৬ - ১৫:০৪

ঢাকা অফিস : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হলো ৬০ জনের।

২৪ ঘণ্টায় ২০১৯  জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ৩৪১  জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৫৭২ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘন্টায় বিশ্বে ৭,৯৬০ জনের মৃত্যু হয়েছে।করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২১ লক্ষ মানুষ। এরমধ্যে ৫১ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৩৪,৬০৩ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮২ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৫১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ১০ হাজার ১২৯ জন।