মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বেঙ্গল এলপিজি লিঃ কোম্পানী। বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত বেঙ্গল এলপিজি কার্যালয় থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। চাল ও ডালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ পেয়ে খুশি প্রতিষ্ঠানটির আশপাশের নিম্ন আয়ের শতাধিক পরিবার।
এদিকে অসহায় এসব মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন, বেঙ্গল এলপিজি লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা মো: বাবুল আকতার। তিনি আরো বলেন, বেঙ্গল গ্রুপের মত সমাজের অন্য বিত্তবানরাও করোনায় বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে এগিয়ে আসলে দূর হবে কর্মহীনদের দূর্দাশা।