করোনা আতঙ্কে হাজার হাজার পরিবার কাটাচ্ছে কষ্টে দিন 

প্রকাশঃ ২০২০-০৪-০২ - ২০:০৭
দাকোপ,খুলনা : বিশ্বব্যাপি করনার মহামারি চলছে।বাংলাদেশও বাদ পড়েনি করনা ভাইরাস থেকে।দেশে আজ পর্যন্ত ৫৬ জন করনায় আকরান্ত আর মারা গেছে ৬ জন। বৃহস্পতিবারও আরো ২ জনের শরীরে করনা ধরা পড়েছে।এ অবস্থায় দেশের খুলনাঅঞ্চলের সর্বস্তরের মানুষ চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।একদিকে আতঙ্ক অপরদিকে খেয়ে পরে বেচে থাকতে হলে কাজ না করলে খাবে কি।বিশেষ করে দিন আনে দিন খায়,নিন্মআয়ের মানুষ মাঠে,ঘাটে কাজ করা মানুষেরা খুব কষ্টে দিন যাপন করছে।সরকার ইতিমধ্যে গরীর শ্রেনেীর জন্য বরাদ্দ এবং কিছু কিছু বিতরন শুরু করলেও তা পর্যাপ্ত নয় বলে দাকোপ উপজেলার কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা জানালেন।সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা শেখ যুবরাজ জানান মহামারির সময়ও মুখ দেখে,চিনে নিজের লোকদের বরাদ্দের মালামাল বিতরন করা হচ্ছে,সুতারখালি গ্রামের কালিদাস মন্ডল নদীতে জাল দিয়ে মাছ ধরে সংসার চালায় কিনতু সে জানেই না সরকারি বরাদ্দের কথা।আনন্দনগর গ্রামের হজরত আলি (৫৫)দিন মজুর,একনি কাজ না করলে না খেয়ে থাকতে হয়, এখন হজরত ভয়ে বাড়িতে বসে আছে সারাদিনে একবেলা খেয়ে না ।কামারখোলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা পঞ্চানন মন্ডল বলেন সরকারের দেওয়া আমার ইউনিয়নে বরাদ্দ ৪.৫মে:টনের সাথে আমরা ব্যাক্তিগত অনুদান মিলিয়ে ৪৫০ পরিবারের সাহায্য দিয়েছি ।তবে জনসংখ্যার তুলনায় বরাদ্দ কম।গরীর শ্রেনীদের খাবার দিয়ে বাচিয়ে রাখতে হলে বরাদ্দ বাড়াতে হবে।বটিয়াঘাটার হালিয়া,বুনারাাবাদ,কাশিয়াডাংগা,
আমতলা,গেšরম্ভা সহ খুলনার বিভিন্ন উপজেলার গ্রামের পর গ্রামের মাটে ঘাটে কাজ করা নদীতে প্রতিদিন মাছ ধরে জীবনযাপন করা মানুষের সাথে আলাপ করে জানা যায় তারা একদিকে আতঙ্কিত অপরদিকে কাজ না করলে পরিবার পরিজন নিয়ে কি খেয়ে বাঁচবে এমনই সকলের বক্তব্য। সব মিলিয়ে আদৌ ভাল নেই দিন আনে দিন খায় হাজার হাজার পরিবার।তবে খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন দেশের এই সংকটময় মুহুর্তে গরীব পরিবারের প্রতি খুবই আন্তরিক,একটি পরিবারও যাতে না খেয়ে থাকে সেজন্য তিনি নিজেই তদারকি করে চলেছেন এবং সকল ইউএনও কে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।তবে খুলনা জেলায় এ যাবত মোট কত কি বরাদ্দ হয়েেেছ তা বার বার যোগাযোগ কওের জানা সম্ভব হয়নি ।এ দিকে খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি,জো পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ আজ বৃহস্পতিবার ও জেলার সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারি গতকাল বুধবার গরীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ।