বৃহস্পতিবার (৪ঠা জুন) ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘করোনা ট্রেসার বিডি’ শীর্ষক অ্যাপটির উদ্বোধন করা হয়। শুধু তাই নয়, ‘করোনা ট্রেসার বিডি’ নামের এই অ্যাপ ব্যবহারকারীর কাছে আসা ব্যক্তি যদি কয়েকদিন পরও করোনা পজিটিভ হন, তারপরও ফোনে সতর্কবার্তা দেবে অ্যাপটি।
জানিয়ে দেবে কাছাকাছি এলাকার করোনা পরীক্ষা কেন্দ্রের ঠিকানা। ফোন করে জানানো হবে প্রয়োজনীয় পরামর্শও। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শিকার দেশগুলো ব্যবহার করছে নিজস্ব কন্টাক্ট ট্রেসিং পদ্ধতি।
বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে এসব অ্যাপ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের তথ্য-প্রযুক্তি বিভাগ চালু করেছে করোনা ট্রেসার বিডি নামের একটি কন্টাক্ট ট্রেসিং অ্যাপ।