করোনা মোকাবেলায় আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে : পুলিশ সুপার শফিক

প্রকাশঃ ২০২০-০৪-৩০ - ০০:৩৯

আজগর হোসেন ছাব্বির : দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। বিশেষ করে আমরা যারা সরকারের সেবা খাতের বিভিন্ন দায়িত্বে আছি জাতীর এই সংকটময় মুহুর্তে আমাদের মনোবল ঠিক রেখে জনগনের নিরাপত্তায় দায়িত্ব পালনে অবিচল থাকতে হবে। মনে রাখতে হবে আমাদের সামান্যতম অবহেলায় মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে।
বুধবার বেলা ১২ টায় দাকোপ থানা চত্বরে দাকোপ থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের সাথে পৃথক মত বিনিময় অনুষ্ঠানে খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম এ কথা বলেন। তিনি আরো বলেন চলমান পরিস্থিতিতে পুলিশের সকল সদস্যদের মনে রাখতে হবে অন্যান্য পেশার সাথে সংশ্লিষ্টদের অর্থনৈতিক নিরাপত্তা যখন চরম হুমকির মুখে তখন সরকার আমাদের বেতন ভাতা অব্যহত রেখে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি করোনা মোকাবেলায় ডাক্তার পুলিশ জনপ্রতিনিধি ও সিভিল প্রশাসনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যহত রাখার আহবান জানিয়ে বলেন, বিশেষ এই পরিস্থিতিতে মানুষের সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি সরকার প্রদত্ত সকল খাদ্য সহযোগীতা সঠিকভাবে মানুষের ঘরে পৌছে দিতে হবে। এ সময় বন্দ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সজাগ থেকে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি দাকোপের তরমুজ বিক্রিতে স্থানীয় জনগনের নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে যে কোন ধরনের অনিয়ম রোধে পক্ষপাতহীন দায়িত্ব পালনে সকলের প্রতি আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দাকোপ সার্কেল মোঃ আসাদুজ্জামান, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী, ওসি তদন্ত দেবাশীষ দাস, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, রনজিত কুমার মন্ডল, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, সুদেব রায়, সরজিত রায়, মিহির মন্ডল, মাসুম আলী ফকির, সুব্রত মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, দাকোপ থানার এস আই পলাশ দাস, ফারুকুল ইসলাম, মোমিনুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।