করোনা মোকাবেলায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের নানানমূখী পদক্ষেপ

প্রকাশঃ ২০২১-০৪-০৫ - ১৯:১৩

ইনদ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : প্রথম দফায় করোনা প্রকোপের সেই শুরু থেকেই বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম একের পর এক নানানমূখী পদক্ষেপ নিয়ে করোনা মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকার ঘোষিত বিভিন্ন সময়ে নানান নির্দেশনা বাস্তবায়ন করে জনসাধারণের সাথে চেনা মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। করোনা সচেতনামূলক সরকারি ও বে-সরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে নানানমূখী কর্মসূচী হাতে নিয়ে তিনি এ উপজেলায় জননন্দিত ও প্রশাংসিত হয়ে উঠেছেন। সর্বশেষ সোমবার সারা দেশের ন্যায় সরকারি ঘোষিত লকডাউন কর্মসূচীর ঘোষনা দিলেও তিনি ও তার প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ দফায় দফায় বটিয়াঘাটা থানার গওঘরা, সুরখালী, সুন্দরমহল, কাতিয়ানাংলা, মল্লিকের মোড়, চক্রাখালী, সাচিবুনিয়া বাজার, জিরোপয়েন্ট, বিশ্বরোড মোড়, আমীরপুর, সাঁদাল বাজার, জয়পুর, ও বিরাট বাজার সহ বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা, মাস্ক বিতরণ কার্যক্রম করেন। দিনব্যাপী তারা উভয়েই উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬ টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে থানা ওসি মোঃ রবিউল কবীর সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ হ্যান্ড মাইক যোগে করোনা সচেতনামূলক প্রচার প্রচারনা চালিয়ে লকডাউন কর্মসূচী বাস্তবায়নের প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাদের এ কর্মকান্ডে এলাকার সাধারণ সচেতন মানুষ উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষা বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন।