সাতক্ষীরা প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ৫ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। শনিবার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে ও থনা অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষন ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় উপজেলা পরিষদ চত্বরে সরকারি ভাবে অনুষ্ঠান পালিত হচ্ছিল। এসময় পাল্টাপাল্টি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী সংঘর্ষে চেয়ার ভাংচুর, ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-পাল্টা হামলায় উপজেলা পরিষদ চত্ত্বর রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে পুলিশ লাঠি চার্জ শুরু করে। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় ১৫ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে। পরে থানায় পাল্টা-পাল্টি মামলা করতে গেলে থানার অভ্যন্তরে আবারো সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্রুপের সংঘর্ষে ৫পুলিশসহ কমপক্ষে ত্রিশ জন আহত হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে, কলারোয়া উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে ওসি আরো জানান।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মেরিনা আক্তার জানান, উপজেলা পরিষদের সরকারী বিল্ডিং ভাঙার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৫ রাউন্ড শর্টগানের গুলি বর্ষন করে।