জুলফিকার আলী,কলারোয়া, সাতক্ষীরা, প্রতিনিধিঃ কলারোয়া পৌর সদরের গোপীনাথপুর নামক স্থানে রবিবার এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মেধাবী স্কুল ছাত্রী খাদিজা খাতুনের মৃত্যু ও ৩জন ছাত্রী আহত হওয়ার ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার বেলা ৩টার দিকে গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে অত্র স্কুলের ও ঝাউডাঙ্গা হাইস্কুলের ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী এই বিক্ষোভ সমাবেশ করেন। সে সময় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা স্কুলের সামনে সড়ক প্রশন্তকরণ ও সড়কের উভয় পাশে গতিরোধক নির্মাণসহ তাদের পাঁচ দফা দাবী পূরণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মহাসড়ক অবরোধের খবর পেয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ ঘটনাস্থলে হাজির হয়ে বিক্ষোভকারীদের দাবী সমূহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি আকারে পেশ করার অনুরোধ জানান এবং তাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নিয়ে মহাসড়কে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। বিক্ষোভে অংশ নেয়া নিহত স্কুল ছাত্রী খাদিজার মা কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, প্রতিবছর এই এলাকায় সড়ক দুর্ঘটনা যেন অনেকটা নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশাসনের এ ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই। ঝরে যাচ্ছে কচি প্রাণ, খালি হচ্ছে মায়ের বুক। আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এই কথা বলতে বলতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসীর দাবী অতি দ্রুত যেন এ ধরনের দূর্ঘটনা রোধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করেন। বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে তাদের পাঁচদফা দাবী পূরণ করা না হলে তারা কঠোর আন্দোলনে নামতে