সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদরা সীমান্তে বিজিবি’র সদস্যরা ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন উত্তর ভাদিয়ালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামে কুরবান আলীর ছেলে আব্দুল আজিজ (২২)।
মাদরা বিজিবি ক্যাম্পের নায়েক আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা জানতে পারেন যে, ভারতের সোনাই নদী পার হয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে মেইন পিলার ১৩/৩ এস ৮ আরবি’র নিকট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে একদল মাদক চোরাচালানীরা।
পরে তার নেতৃত্বে ওই গ্রামের মধ্যে জাহিদুলের বাড়ি ঘেরাও করে ১০১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
দুই মাদক ব্যবসায়ীদের মাদরা বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়েছে এবং সোমবার তাদের থানা পুলিশে সোপার্দ করা হবে বলে বিজিবি সূত্রে জানা যায়।