কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নয় বস্তা ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কাঁদপুর শ্মশান ঘাট ইছামতি নদীর পাশ থেকে বস্তা ভর্তি ওই শাড়ি উদ্ধার করে চান্দুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা। কলারোয়া ৩৮/ সি চান্দুড়িয়া বিওপির হাবিলদার আমির জানান, উপজেলার কাঁদপুর শ্মশান ঘাট ইছামতি নদীর পাশ থেকে চোরাইপথে আসা নয় বস্তা শাড়ি উদ্ধার করে মাদরা বিওপির টহলরত বিজিবি সদস্যরা। তিনি আরো বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে নয় বস্তা শাড়ি ইছামতি নদীর পাশে ফেলে রেখে চলে যায় চোরাচালানিরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।