কাব্যগ্রন্থ ‘দৈবকণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন

প্রকাশঃ ২০২৩-০২-০৯ - ১৫:২১

বিজ্ঞপ্তি : সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে গতকাল সংগঠনটির সভাপতি সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী’র একক কাব্যগ্রন্থ ‘দৈবকণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা’র ‘অমর একুশে বইমেলার’ মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মণ্ডল এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর করিব, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তুহিন রায় ও বিভাগীয় গণগ্রন্থাগার, খুলনা’র উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বিজয়’৭১ এর সাধারণ সম্পাদক সেলিম মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুদীপ কুমার কুন্ডু ও হিমাংশু বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর আব্দুল মান্নান, প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, শেখ রেজাউল করীম, প্রেমানন্দ মন্ডল, শাহানাজ বেগম, প্রবীর মজুমদার, মহিতোষ বিশ্বাস, তাকদীরুল গণি, উম্মে আমারা সাথী, সাইফুল ইসলাম সেলিম, লাবিবা আক্তার, মোঃ নাজমুল হোসেন, মোঃ রবিউল ইসলাম, ড. সুরাইয়া ইয়াসমিন, রতন কুমার নাথ, সুজির কুমার মজুমদার, অলোক দে, রবিন দাস, রোকসানা হক সোনিয়া, সমর কৃষ্ণ রায়, সুজিত মন্ডল, সরজিৎ চক্রবর্ত্তী, এস এম শরীফ, সাবেত্রী গাইন নীলিমা, সাইফুল ইসলাম মল্লিক, নূরুন্নাহার হীরা, স্বাগতা কুন্ডু, মৃণাল মন্ডল, সন্তোষ দাস, সালেহ উদ্দিন সবুজ, বাপ্পী খান, শেখ হীরা, মেহেদী হাসান রাসেল, জন সরকার, জয়শ্রী সরকার, ফারজানা জেসমিন বিথী, রবিউল ইসলাম, গোলাম সরোয়ার, তারক চন্দ্র মন্ডল, সমর দাস, স্মৃতি কণা, অসীম হালদার, হাফিজুর রহমান, এম এম মাসুম বিল্লাহ, মলিনা হালদার, আব্দুল আজিজ, মৃদুল রায়, তহমিনা রিতা, সাঈদ প্রমুখ।