আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলে নুয়েভো লিওন রাজ্যে একটি কারাগারে সহিংসতায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কাদেরিতা কারগারে হঠাৎ করেই দাঙ্গা শুরু হয়ে যায়। হতাহতদের স্বজনরা কারাগারের সামনে ভীর করেছেন।