নড়াইল প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার পূজা মন্ডব পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২১ পদাতিক বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন। এ সময় তিনি মন্দির কমিটির সঙ্গে কথা বলেন এবং পুজা পালনে কোনো সমস্যার সৃষ্টি হলে তাদের তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
এছাড়াও তিনি উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার (৯অক্টোবর) দুপুর ১২টার কালিয়া উপজেলা কেন্দ্রীয় হরিবাসর মন্দির, পাটনা পশ্চিমপাড়া দুর্গা মন্দির, ব্রাহ্মণ পাটনা দূর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,২০ ইবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর রায়, কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন, নড়াগাতি থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার আহম্মেদ প্রমুখ।