কালীগঞ্জে বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা

প্রকাশঃ ২০২৩-০২-১৩ - ১০:৫০

ঝিনাইদহ : গ্যাস-বিদ্যুৎ-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি শনিবার সারাদেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠান চলাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা প্রদান করে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারী) রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনকে প্রধান আসামি করে মোট ২৫ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ৬০- ৬৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ১৪৩ ধারায় একটি মামলা দায়ের করেন। কালীগঞ্জ থানায় এই মামলা নং হলো ০৯। এই মামলার আসামিরা হলেন ১। মাহবুবুর রহমান মিলন (৪৪), পিতা-মৃত মোংলা, ২। নাঈম হোসেন (২৩), পিতা-শুকুর আলী, ৩। ঝন্টু (৫৫), পিতা-মৃত মকবুল বিশ্বাস , ৪। সাজু (৩২), পিতা-ঝন্টু, ৫। টেরা বাবলু (৪২), পিতা-আনসার, ৬। শাকিল (২২), পিতা-মফিজুর, ৭। পল্টন (৪২), পিতা-মৃত মসলেম সর্বসাং-নিয়ামতপুর, ৮। লিন্টু (৪২), পিতা-সিদ্দিকুর রহমান, ৯। ফিরোজ (৪৩), ১০। ফারুক হোসেন (৩৮), উভয় পিতা-মৃত খোকন, সর্ব সাং-মহিষাডেড়া, ১১। লিটু (৪৫), পিতা-মৃত রবিউল ইসলাম, ১২। ছটু (৩২), পিতা-সিদ্দিক হোসেন, ১৩। শিপুল (৩৫), পিতা-মৃত ইউসুফ, সর্ব সাং-ফয়লা, ১৪। লাল্টু (৩২), পিতা-শহিদুল, ১৫। সুজাত (৩২), পিতা-লতিফ বিশ্বাস , ১৬। সোহেল (৩০), পিতা-দুলাল, ১৭। মিল্টন (৪২), পিতা-মৃত ওমর আলী, ১৮। মতিয়ার (৪২), পিতা-মৃত মনির উদ্দিন মন্ডল, সর্ব সাং-নরেন্দ্রপুর, ১৯। মনিরুল (৩৫), পিতা-আলী হোসেন, ২০। নাসির (৪০), পিতা-রুহুজেল, ২১। শুকুর আলী (৪৫), পিতা-ইসরাইল, ২২। বাবলু মালিথা (৪৫), পিতা-মধু মালিথা, সর্বসাং-মধুপুর, ২৩। শামীম (২৫), পিতা-মোফাজ্জেল, ২৪। ফারুক (৩২), পিতা-মোকছু, উভয় সাং-ভাটাডাঙ্গা, ২৫। গোলাম নবী (৫৫), পিতা-মৃত রাজু বিশ্বাস , সাং-বলরামপুর, সর্বথানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন,নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাথে কিছু নেতাকর্মী নিয়ে কোলা ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি থেকে দুপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে আনুমানিক বিকেল ৫ টার সময় নেয়ামতপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে উল্লেখিত আসামিরা এবং অজ্ঞাতনামা অনেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায় এবং ৫ টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা মামলার সত্যতা নিশ্চিত করেছেন।