কালীগঞ্জ প্রেসক্লাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশঃ ২০২৩-০৩-২১ - ১৩:৩৬

কালিগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে র‌্যালী গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকাল সাড়ে পাঁচটায় কালীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গন থেকে ব্যান্ড বাদ্য বাজিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বাহির হয়। র‌্যালীটি উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালী শেষে সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে প্রেসক্লাবের ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বাডরী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ম সম্পাদক এ হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা: প্রফেসর আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, মাসুদা খানম মেধা, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কে,এম জাফরুল আলম বাবু, মোঃ মাহবুবুর রহমান, শরিফুল্লাহ  কায়সার সুমন, চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, গাজী আজিজুর রহমান, মোস্তফা নুরুজ্জামান, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান সাফিয়া পারভিন, ডিএম সিরাজুল ইসলাম, মোরশেদুল, মাহমুদুল আলম বিবিসি, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, জাফল ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠানে সম্মানিত সকল অতিথিকে কালীগঞ্জ প্রেসক্লাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪০ জন গুণী ব্যক্তিকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন উদ্্যাপন কমিটির আহবায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ। মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্কুল কলেজ মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনপ্রতিনিধি ব্যবসায়ী সুশীল সমাজ ও প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।