কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ভটভটির ৫ শ্রমিক নিহত (ভিডিও)

প্রকাশঃ ২০২২-০৭-২১ - ২৩:৪৪

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা ৫ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার কাঠামদরস্ত এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৪ জনের মতো ছিলেন ওই ভটভটিতে। তারা সবাই শ্রমিক। ভটভটি রেললাইন পার হচ্ছিল। সে সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে যায়।

নিহতরা হলেন সুজন মৃধা (৩৫), পিতাঃ বিজয় মৃধা, লক্ষীপুর অমৃত বিশ্বাস (৩০) রবিন বিশ্বাস পরিতোশ দাস (৩৫) নিরোধ দাস হিরামন বিশ্বাস (৪৫) মহেশ বিশ্বাস রেজ্জাক (৪০) মালেক শিকদার পারুলিয়া।

তরিকুল বলেন, ‘আমি দেখেছি ৫টা লাশ পড়ে আছে, আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে গেছে। আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম জানান, হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামে।