“কুইজে একাত্তর” কুষ্টিয়া জেলা শিক্ষার্থী সম্মিলন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৩-২৯ - ১৮:১৯

এস এম জামাল, কুষ্টিয়া : “কুইজে একাত্তর” কুষ্টিয়া জেলা শিক্ষার্থী সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থী সম্মিলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব রফিকুল আলম টুকু। কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার মিলির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কুষ্টিয়া ও সাপ্তাহিক কুষ্টিয়া টাইমসের সম্পাদক, ডেইলী ষ্টারের ষ্টাফ রিপোর্টার, বিশিষ্ট লেখক, গবেষক ড. আমানুর আমান, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ওবাইদুর রহমান, সেক্রেটারি এম. এম আলিমুল হক সনজু, জয়েন্ট সেক্রেটারি ও কম্পিউটার স্পেস ইন্সটিটিউটের পরিচালক জাহিদুল ইসলাম রনি,জয়েন্ট সেক্রেটারি ও সেলিম বেডিং এর প্রোপাইটার রাসেল পারভেজ, বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ ও আলকচিত্রী এস. আই সোহেল, মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন মিলন. কুষ্টিয়া পলিটেকনিকের ইন্সট্রাক্টর নুর জাহান মিনা। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিমু পরিবহনের হেল্পার আকাশ আহমেদ, ইয়াসীন পারভেজ পরশ। বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় অর্জন। আমাদের সকলকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সমন্ধে বেশি বেশি করে জানতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্মান করতে হবে। সব কাজের মাঝেও সারাদিনে কিছু সময় বের করে মুক্তিযুদ্ধ সমন্ধে পড়াশোনা করতে হবে।’ বক্তারা আরও বলেন, ‘তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতে কেও ক্রিকেটার হবে। কেও হবে রাজনীতিবিদ। যে যত বড় হও না কেন, তোমাদের বড় হবার পথ যারা করে দিয়ে গেছেন নিজেদের জীবনের বিনিময়ে, তাদেরকে শ্রদ্ধা ও স্মরণ করতে হবে তোমাদের জীবনের সফলতার প্রতিটা মুহুর্তে।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইশা খান। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী যে শতাধিক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, জাতীয় ভাবে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগীতার দুইটি ধাপে বিজয়ীরা পাবেন ১ লক্ষ টাকার বই ।