কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ইটভাটায় দেড়লাখ টাকা জরিমানা

প্রকাশঃ ২০১৮-০৪-১১ - ২০:৩৯
কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটায় অভিযান চালিয়ে ইটের সঠিক মাপের থেকে সাইজ ছোট পাওয়ায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর
বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।
এসময় কুমারখালী উপজেলার বড়ইচারা ও পান্টি গ্রামের এসএসবি, এইচআরবি এবং এইচবি ব্রিকস নামে ৩টি ভাটার প্রত্যেকটির ৫০ হাজার টাকা করে মোট ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, ইটের সঠিক মাপ না থাকায় দীর্ঘদিন ধরে ভোক্তাদের সাথে প্রতারনা করে আসছিলো অভিযুক্ত ইটভাটার মালিকরা। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত বিষয়ের সত্যতা পাওয়ায় কুমারখালী উপজেলার বড়ইচারা ও পান্টি গ্রামের এসএসবি, এইচআরবি এবং এইচবি ব্রিকস নামে ৩টি ভাটার প্রত্যেকটির ৫০ হাজার টাকা করে মোট ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সিভিল সার্জন প্রতিনিধি,পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি,জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি’র সহসভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম ও অাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।