কুষ্টিয়া প্রতিনিধি: ‘সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’- এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে নারী মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান। এসময় তিনি বলেন, নারী শিক্ষার প্রসার ছাড়া নারী সমাজের ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। ঘরে-বাইরে সর্বত্র নারীকে সন্মান জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দেশে বর্তমানে এমন কোনো সেক্টর নেই যেখানে নারী অংশগ্রহণ নেই। এছাড়া কর্মক্ষেত্রে নারী বান্ধব পরিবেশ তৈরীতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, সনাকের জেলা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল আলম টুকু, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।