এস এম জামাল, কুষ্টিয়া : মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়ায় ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবিব। এসময় তিনি বলেন, বিজ্ঞান শিক্ষা ছাড়া তথ্য প্রযুক্তির প্রসার সম্ভব নয়। সরকার ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকলকে বিজ্ঞান মনষ্ক হতে হবে। যে গাছ যত বড়, শিকড়ের গভীরতা অনেক নিচে উল্লেখ করে তিনি আরও বলেন, আজকের প্রজন্ম যাতে বিজ্ঞান চর্চার সুযোগ লাভ করতে পারে তার পরিবেশ তৈরীর ব্যবস্থা করতে হবে। যার জ্ঞানের গভীরতা কম সে কিন্তু বেশিদুর যেতে পারে না তাই পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান মনষ্ক হতে হবে। কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার মিলির সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার মো: জায়েদুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারিয়া সুলতানাসহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানরা উপস্থিত ছিলেন।