এস এম জামাল, কুষ্টিয়া : বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি এ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে মানববন্ধন শেষে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকেই আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। ভালো ছাত্র হিসেবে নয়, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আমি সেরা স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। আমি ছাত্রাবস্থায় নামাজ পড়তাম। এবং আল্লাহর কাছে দোয়া চাইতাম আমি যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। একজন ভালো থাকুক তা কেউ চাইনা বা সহ্য করতে পারে না। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি আরও বলেন, যারা এখন দেশ চালাচ্ছে। তারাও একসময় তোমাদের মত শিক্ষার্থী ছিলো। তোমরাও বড় হয়ে দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই দুর্নীতি প্রতিরোধ করবে। ভালো হওয়ার চর্চা এখন থেকেই করতে হবে। তিনি আরও বলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রতিটি নাগরিক স্ব স্ব স্থান হতে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখবেন। সকলের সম্মিলিত চেষ্টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বপ্ন দুর্নীতিমুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এই তথ্য প্রযুক্তির কল্যানে দুর্নীতি অনেকটাই কমে আসছে বলেও অভিহিত করেন অতিরিক্ত জেলা ম্যাষ্ট্রিটেট। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক লুৎফর রহমান। এসময় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এসএম কাদেরী শাকিল, সাধারন সম্পাদক নাসিরা নাসরীন, নির্বাহী সদস্য শাহীন সরকার, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হাফিজুর রহমান, কুষ্টিয়া হাইস্কুলের সহকারী শিক্ষক শফিকুল আলম বাচ্চু, সাফের নির্বাহী পরিচালক মীর আঃ রাজ্জাক, শিক্ষার্থী সুরাইয়া জান্নাত প্রমুখ। এরআগে বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ জহির রায়হান। এরআগে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান নাসিরা নাসরিন। এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।