ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ সরকারি চাকরিতে কোটা সংষ্কার ও শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসুচির অংশ হিসাবে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনে ক্লাস বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ মিছিলে ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাহিরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ প্রধান ফটকে তালা দিয়ে তাদেকে আটকে দেয়।
সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের সামনে জড়ো হতে থাকে । পরে সকাল সোয়া ১০ টায় কয়েকশত ছাত্র হাতে দাবী সম্বলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন হলের সামনে দিয়ে প্রশাসনিক ভবন হয়ে দুর্বার বাংলার সামনে এসে শেষ করে বেলা ১১টা পর্যন্ত তারা মানববন্ধন করে। পরে স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের সামনে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন জামাল. রুবেল, নিবিড়. আকিবসহ শিক্ষার্থীরা । এ সয়ম শিক্ষার্থীরা বলেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যে তাদের দাবী মেনে নেওয়া না হলে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন রেখে ঢাকা চলো কর্মসুচিতে অংশ নিবেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল সহকারে ক্যাম্পাসের বাহিরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ প্রধান ফটকে তালা দিয়ে তাদেরকে আটকে দেয়। পরে তারা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের এসে জমায়েত হয়।