কেএমপি’র অভিযানে গাঁজা, ইয়াবা ও চোলাই মদসহ আটক ৭

প্রকাশঃ ২০২১-০৮-২৩ - ১৭:৩৫

ইউনিক প্রতিবেদক:

গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও চোলাই মদসহ ৭ জনকে আটক করেছে খুলনা মহানগর পুলিশ।

সোমবার কেএমপি’র সূত্র জানায়, রবিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত সময়ে মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মাসুম মিয়া (৩৩), মোঃ বাবুল হোসেন (৩২), মোঃ শাহাজাদা (৩২), সিরাজুল ইসলাম ওরফে ইবাদত (৩০), মোঃ শুকুর আলী (২৫), সজল আহম্মেদ (২২), এবং কিশোর অপরাধী মিরাজ তালুকদার (১৭)।

আটককৃতদের মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি মাদক মামলা দায়ের হয়েছে।