কেএমপি ও বিআরটিএ’র রোড শো ও লিফলেট বিতরণ

প্রকাশঃ ২০২৩-০২-১৪ - ১৪:৩৬

খানজাহান আলী থানা প্রতিনিধি : কেএমপি’র ট্রাফিক বিভাগ ও বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ের যৌথ আয়োজনে সড়কে চলাচলরত গাড়ির মালিক, চালক, যাত্রী ও পথচারীদের নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে রোড শো এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সোমবার সকাল ১০টায় খুলনার শিববাড়ী মোড় বাস কাউন্টার ও বাসস্ট্যান্ড চত্ত্বরে এ রোড শো-এর উদ্বোধন করেন বিআরটিএর পরিচালক প্রকৌশলী মাসুদ আলম ও কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রফিক বিভাগ) মুনিরা সুলতানা। সড়কে শৃংখলা এবং সড়ক দুর্ঘটনা রোধে চলমান কর্মসূচির অংশহিসাবে ‘‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরেফিরি’’ এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত রোড শো’তে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

নগরীর শিববাড়ী বাসস্ট্যান্ড ও কাউন্টার সংলগ্নে অনুষ্ঠিত সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত রোড শো’তে সর্বস্থরের মানুষ স্বত:ষ্ফুর্তভাবে অংশগ্রহণ করে। রোড শো’তে বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি) প্রকৌশলী তানভীর আহমেদ সকলের উদ্দেশ্যে ট্রাফিক আইনসহ বিআরটিএ’র বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বানী হ্যান্ড মাইকে প্রচার করেন। পরে শহরে মোটরযান মালিক, চালক, যাত্রী ও ঘরমুখি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিআরটিএর পরিচালক প্রকৌশলী মাসুদ আলম, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মুনিরা সুলতানা, বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) প্রকৌ. তানভীর আহমেদ।এ সময় কেএমপি ও বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।