কেডিএ’র অধীনস্থ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ২০২৩-০১-২৬ - ১১:৫৮

বিজ্ঞপ্তি : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর অধিনস্থ জনভোগান্তিকর সড়ক, শহিদ শেখ আবু নাসের লিংক রোড, রূপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা পাইপাস সড়ক দ্রুত সংস্কারের দাবিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ শিববাড়ী মোড়স্থ কেডিএ ভবনের সামনে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো: সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব।

সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এস এম মারুফ হোসেন, মো: হাফিজুর রহমান চৌধুরী, শাহ্ মামুনুর রহমান তুহিন, কবি সৈয়দ আলী হাকিম, মো: হেমায়েত হোসেন, মো: আনোয়ার হোসেন, মো: ফিরোজ, প্রফেসর মো: শহিদুল ইসলাম, মো: তবিবুর রহমান, এসআই ইউসুফ, আবিদ শান্ত, মো: রুহুল আমীন তালুকদার সোহাগ প্রমুখ। মানববন্ধনে নিসচা’র নেতৃবৃন্দ, ভূক্তভোগী মদিনাবাগ এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সমালোচনা করে বলেন, খুলনার উন্নয়নে কেডিএ এখন বড় বাঁধা। সরকার এই নগরীর উন্নয়নে বারবার অর্থ বরাদ্দ দিলেও তার কোন সুফল নগরবাসী পাচ্ছে না। বিশেষ করে শহিদ শেখ আবু নাসের লিংক রোড (সিটি পাইপাস), রুপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা পাইপাস সড়ক দীর্ঘ এক যুগের সংষ্কার করতে পারেনি। খুলনা মহানগরীর প্রবেশদার এসব সড়ক সংস্কার না হওয়ার কারনে প্রতিদিন শত-শত দুর্ঘটনা ঘটছে। ভয়ঙ্কর বায়ু দূষনের নগরীতে পরিণত করা হয়েছে। কেডিএকে খুলনা সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। শুধু মাত্র ঘোষণা দিয়ে নগরীর উন্নয়ন হবে না। তাদেরকে আন্তরিক হতে হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যেন প্লট-প্ল্যান এর মধ্যে সীমাবদ্ধ না থাকে। নগরবাসী যেন নিরাপদে পথ চলতে পারে সে সু-ব্যবস্থা কেডিএকে করতে হবে।

বক্তারা আরো জানান, কেডিএ’র ব্যবস্থাপনা সম্পূর্ণ সেনা বাহিনীর নিকট ছেড়ে দেওয়া হোক নতুবা এ অঞ্চলের মানুষের নিকট দায়িত্ব দেওয়া হোক। কেডিএ থেকে কোন ভোগান্তি আর নগরবাসী মেনে নেবে না। পাশাপাশি যে সকল ঠিকাদার কার্যাদেশ পেয়ে ধীরগতিতে কাজ করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যথাসময়ে কাজ শেষ করতে না পারলে তাদের কালো তালিকাভুক্ত করার দাবি জানান।