রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কেন রাকসু চাই’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি কিংশুক কিঞ্জল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রোববার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় রাকসু নির্বাচন কেন চাই বা চাই না, ছাত্রদের অধিকার আদায়ে রাকসু ভূমিকা রাখতে পারবে কি পারবে না, রাকসু নির্বাচন পরবর্তী সন্ত্রাসী কর্মকা-ের সৃষ্টি হবে কি হবে না- এমন হাজারো প্রশ্ন উত্থাপন করে যুক্তিতর্কের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানো হবে। এক মঞ্চে বিপরীত দুই মতের সমাবেশ ঘটিয়ে ফাইনালি একটা সিদ্ধান্তে আসা হবে যে- রাকসু নির্বাচন দরকার কি দরকার না।’
লিখিত বক্তব্যে কিংশুক কিঞ্জল বলেন, ‘এদিন বেলা ১২টায় বাংলাদেশের প্রথম শহিদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ‘কেন রাকসু চাই’ শীর্ষক মতবিনিময় সভা। এরপর রাত ৮টায় মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্ত হবে।’
‘মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, সাংস্কৃতিক জোটসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সব ধরনের সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন’- বলছিলেন কিংশুক কিঞ্জল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল ও রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন।