কেপটাউনের পথে মেয়েরা

প্রকাশঃ ২০২৩-০১-২৪ - ১৩:৪০

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাচ্ছেন বাংলার কিশোরিরা। একই দেশে গড়াবে বড়দের বিশ্বকাপও। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

যাওয়ার আগে দেশবাসীর আগে দোয়া চেয়েছেন দলের প্রতিনিধি জাহানারা আলম। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে ভালো ফল করার আশা দেখিয়েছেন ডানহাতি এই পেসার।

আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০ দলের আসরে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। একই গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল : নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মুস্তারি।

স্ট্যান্ড বাই : রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা।