এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধার্থ বসুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, তথ্য অফিসার মীর মোশারফ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল হামিদ, আওয়ামী লীগনেতা আলী আব্বাস, মহিউদ্দীন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।