এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে উপজেলার জাহানপুর গ্রামের ২৫ পরিবার জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার জাহানপুর গ্রামে পানি নিষ্কাশনের পথ ও কালভার্ট বন্ধ করে দিয়ে কতিপয় ব্যাক্তি মাছ শিকার করায় ঐ গ্রামের প্রায় ২৫ পরিবারের উঠানে পনি উঠে যায়। বিষয়টি নিয়ে ঐ গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধকারী ও জলাবদ্ধ ২৫ পরিবারের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসির সহায়তায় পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে দেন। সঙ্গে সঙ্গে জলাবদ্ধ ঐ ২৫ পরিবারের উঠান থেকে পানি সরে যায়। উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে জাহানপুর গ্রামের ২৫ পরিবার জলাবদ্ধতা থেকে মুক্তি পেল।