রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নে আসন্ন যশোর-৬ (কেশবপুর)সংসদীয় আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কার পথসভা অনুষ্ঠিত হয় ১০ ই মার্চ ২০২০ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৪:০০ ঘটিকায় । পথসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও যশোর -৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী জননেতা শাহীন চাকলাদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমিন, সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. আনিছুর রহমান (আনিছ),ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল আলিম বাবুল বিশ্বাস । এছাড়া আরও উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মোড়ল, আব্দুর রাজ্জাক মাস্টার, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওয়াহেদুজ্জামান মিন্টু, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম রাজু, আলাউদ্দীন মোল্লা, কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মহিব্বুল্লাহ মহিব, রবিউল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ । পথ সভাটি সঞ্চালনা করেন ইউপি সদস্য শ্যামল মল্লিক । প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার বলেন আওয়ামীলীগ হচ্ছে আম জনতার দল, আওয়ামীলীগের কর্মী সমার্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে ।কেননা আওয়ামীলীগ হচ্ছে ঐক্যবদ্ধের সংগঠন । আগামী ২৯ শে মার্চ উপনির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানান তিনি । নির্বাচনে কেউ বাঁধাগ্রস্থ করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না ।