এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে মঙ্গলবার সকালে মাছ বাজারের উদ্বোধন করা হয়েছে। পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পাঁজিয়া মাছ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁজিয়া বাজার কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, উপদেষ্টা সিরাজুল ইসলাম সরদার, বাবর আলী গোলদার, মাহাবুব আলম,পরেশ চন্দ্র মন্ডল, জহুরুল হক, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু, মশিয়ার রহমান, পাঁজিয়া মাছ বাজারের সভাপতি প্রবীর দাস, সাধারণ সম্পাদক ওজিয়ার বিশ্বাস, জামাল হোসেন, সোহরাব হোসেন প্রমুখ।