এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার বাওড় মর্শিনা ইকো পার্কের রাস্তা পাঁকাকরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানাগেছে, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে উপজেলার বাওড় মর্শিনা ইকো পার্কের রাস্তা সংস্কার ও মেরামত বাবদ ৫ লাখ ৬৪ হাজার ৫ শত ৬২ টাকা বরাদ্দ দেয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার মশিয়ার রহমান রাস্তা সংস্কার ও মেরামতের নামে বাওড়ের পাশে নিম্ন মানের বাঁশ, কাঠ ও টিন দ্বারা পাইলিং করে সামান্য কিছু মাটি ও বালি দিয়ে ফেলে রেখেছে। যার ফলে রাস্তার মাটি ও বালি ধ্বসে বাওড়ের মধ্যে চলে যাচ্ছে। এদিকে ২০১৬-১৭ অর্থ বছর শেষ হলেও রাস্তা সংস্কার ও মেরামত সম্পন্ন না করে ফেলে রাখায় বাওড় মর্শিনা ইকো পার্কের দর্শনার্থীরা-সহ এলাকাবাসি চরম ভোগান্তির শিকার হচ্ছে। এব্যাপারে ভুক্তভোগি এলাকাবাসি বাওড় মর্শিনা ইকো পার্কের রাস্তা জরুরী ভিত্তিতে সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।