এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে সরকারী ভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সম্মুখে সোমবার সকালে ২ শত ৭০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, নিমাই চন্দ্র দাস, সিরাজুল ইসলাম, কামাল হোসেন, মৃণাল দাস, নাজমা খানম প্রমুখ।