কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক সমাবেশ ও পরিকল্পনা সভা রবিবার দিনব্যাপী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ-এর আয়োজনে ও অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পিটিএ সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও শিক্ষক জগদিস দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান, বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহাজাহান আলী, সহকারী শিক্ষক মাহাবুর রহমান, টিটাবাজিতপুর এম.কে.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, অভিভাবক কেয়া বেগম, মরিয়াম বেগম, রোজিনা বেগম, ছাত্রী লিমা, আম্বিয়া খাতুন প্রমুখ।
সমাবেশে বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি, পাশের হার বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা, শিক্ষক-অবিভাবক সম্পর্ক আরো উন্নয়ন বা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও অবিভাবকদের করণীয়, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে উৎসাহ সৃষ্টি করে প্রতিভার বিকাশ, টেলিভিশন ও মোবাইলের অপব্যবহার ও করণীয় এবং অসৎ সঙ্গ ও মাদকাসক্তি বিষয়ে অভিভাবকদের করনীয় বিষয়ে আলোচনা করা হয়।