কেশবপুর (যশোর) প্রতিনিধি : কশবপুরের সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার সকালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা অলান্টিয়ার্স এ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) আয়োজনে-এর আয়োজনে শিক্ষক-অভিভাবক সমাবেশ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রউফ-এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান ও ঢাকা উত্তরার আনোয়ারা মান্নাফ গালর্স স্কুল এন্ড কলেজের প্রভাষক আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক উর্মিলা মালাকার, অভিভাবক আলাউদ্দিন আলা, আঃ জলিল, মশিয়ার রহমান, শিল্পিরানী দাস প্রমুখ। সমাবেশে অভিভাবকদের সাথে স্কুলের সম্পর্ক বৃদ্ধি করা, শিক্ষার্থীদের নিয়োমিত স্কুলে যাওয়া নিশ্চিত করা ও লেখা-পড়ার খোজ নেওয়া, বাল্যবিবাহ রোধ করা, মোবাইল ও টেলিভিশনের অপ-ব্যবহার রোধ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।