এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর করোনা ভাইরাস সংক্রামন জনিত সমস্যার কারণে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে ৫ জন অস্বচ্ছল সাংস্কৃতিসেবীর মাঝে ২৫ হাজার টাকা এককালীন অর্থ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এককালীন নগদ অর্থ সহায়তা প্রাপ্ত সাংস্কৃতিসেবীরা হলেন এস এম সিরাজুল ইসলাম, শান্তা বসু, সুশিল মন্ডল, বদর উদ্দীন মোড়ল ও আনোয়ার হোসেন।