রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হল । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ । সভাপতিত্ব করেন ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার । এছাড়া উপস্থিত ছিলেন কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা, সেকেন্ড অফিসার মোঃ কামরুজ্জামান, ভাল্লুকঘর ক্যাম্প ইনচার্জ এস.আই নাছির, সাতবাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ মশিয়ার রহমান দফাদার, ইউপি. সদস্য রুহুল কুদ্দুস, কামরুজ্জামান টিটু, যুবলীগ নেতা আমজেদ হোসেন, মাসুম বিল্লাহ, শামীম রেজা ও ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি কলিম উদ্দীন, বাজার কমিটির সভাপতি প্রদীপ দাস, জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি জি.এম হাসান সহ প্রমুখ । আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে । এরই ধারাবাহিকতায় সর্ব প্রথমে নিজ পরিবার থেকে শুরু করে গোটা সমাজের মানুষকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে । এক্ষেত্রে পুলিশ ও জনগণ মিলেমিশে কাজ করতে হবে ।