রাজীব চৌধুরী, কেশবপুরঃ কেশবপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেশবপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাড.মিলন মিত্র। তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করে চলেছেন ।
এ্যাড. মিলন মিত্র পথসভা ও গণসংযোগ করে সকলের কাছে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে দোয়া ও সমর্থন চান।মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মিলন মিত্র বলেছেন দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি ভোটের মাধ্যমে বিজয়ী হবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরও বলেছেন কেশবপুর পৌর এলাকার জনগণের সুখে,দুঃখে পূর্বেও পাশে ছিলেন এবং আগামীতেও পাশে থেকে তিনি কেশবপুর পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ পৌরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাবেন।উল্লেখ্য তিনি প্রয়াত সাবেক এম এন এ সুবোধ মিত্রের পুত্র।